Posts

Showing posts from April, 2018
Image
সন্তানকে যা শেখানোর প্রয়োজন আমি যখন জানতে পারলাম আমি প্রেগন্যান্ট, আনন্দে কেঁদে দিয়েছিলাম। যখন আনন্দের উচ্ছাসটা কমে গেলো তখন মাথার মধ্যে একটা ভয় ঢুকে গেলো। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আমি কি পারবো তাকে আল্লাহর পথে বড় করতে! চারিদিকে এতো ফিতনা, এতো নোংরামি, পারবো এর মাঝে ছেলেকে ঈমানের সাথে বড় করতে? আমি কি পারবো আদর্শ মা হতে? প্রথমেই মনে হলো নিজে না জানলে সন্তানকে কি শেখাবো? তাই ইসলাম সম্পর্কে পড়তে লাগলাম। এই পড়তে গিয়ে একটা ব্যাপার উপলব্ধি করলাম, আল্লাহ আমাদের সন্তান দেন ভবিষ্যতে সন্তান টাকা কামাবে আর আমরা আরামে থাকবো এজন্যে না। বরং সন্তান আমাদের জন্য বড় একটা পরীক্ষা। আমরা যদি ভুল শিক্ষা দেই এবং সন্তান যতোবার ভুলটা করবে তার জন্য আমাদেরও শাস্তি পেতে হবে। সুবহানআল্লাহ! আল্লাহ আমাদের দ্বায়িত্ব দিয়েছেন একটা মানুষকে বড় করার, তাকে সঠিক শিক্ষা দেয়ার, তাকে আল্লাহর পথে চলার জন্য তৈরি করে দেয়ার। সন্তান বাইরে অনেকের সাথে মিশবে কিন্তু মূল্যবোধ তৈরি হবে আমাদের দেখে। আমি যদি অপচয়কারী হই সেও তা শিখবে। আমি যদি মিথ্যাবাদী হই, সেও সেটাই শিখবে,আমি যদি অহংকারী হই তার কাছে সেটাই স্বাভ...