Posts

Showing posts from May, 2017

সাবধান.....! এইসব বিশ্বাস করবেন না

Image
সাবধান..! এইসব বিশ্বাস করবেন না। কারণ - আমরা হয়তো প্রায় সময় ইনবক্স, ম্যাসেন্জার, ইমো, ভাইবার ও ওয়াট্সঅ্যাপ ইত্যাদিতে পরিচিত ও অপরিচিতদের নিকট হতে একটি ম্যাসেজ পেয়ে থাকেন। ম্যাসেজটি নিম্নরুপঃ "লা ইলাহা ইল্লাললাহু' মুহাম্মাদুররাসুলুল্লাহ"(সাঃ), আল্লাহু আকবার , ইয়া রাহমানু , ইত্যাদি । উপরের কালেমাটি  10,20,30 অথবা 40 জনকে ম্যাসেজ করে পাঠান।  অথবা,"ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু"আল্লাহর  এইপবিত্র নামগুলো 10,20,30 অথবা 40 জনকে ম্যাসেজ  করে পাঠান। যদি পাঠান তবে তিন দিনের মধ্যে নিশ্চিত  কোন সুসংবাদ পাবেন আর  যদি অবিশ্বাস করেন  তাহলে তিন দিনের মধ্যে কোন দুসংবাদষ পাবেন। এ ধরণের  ম্যাসেজের সাথে আমরা সবাই পরিচিত।  আগে যখনমোবাইল ছিল না, তখন  এসব কাগজে ছাপিয়ে বিলি করতে বলা হতো।  মোবাইল  এর ব্যবহার শুরু হবার পর থেকে ম্যাসেজ  করার কথা বলা হতো। আর এখন  এগুলো ফেসবুকে ইনবক্স করার  কথা বলা হচ্ছে।  আর একজনের  দেখাদেখি আরেক জন অপর  জনকে ইনবক্সে ম্যাসেজ  পাঠিয়ে কথাগুলো ছড়িয়ে দিচ...

গোধূলি সূর্যের প্রান্তরে

Image
গোধূলি সূর্যের প্রান্তরে  মোঃনূরুল ইসলাম ফরিদ গোধূলি সূর্যের প্রান্তরে, রয়েছি একা দাঁড়িয়ে। আমার জীবনের গোধূলি ভেলা,  কখন জানি এসে যায় আমার দুয়ারে। আমার জীবনের গোধূলি ভেলা, আসবে যখন আমার দুয়ারে। সন্ধ্যা তখন নেমে আসবে,  আমার জীবন ঘিরে। সন্ধ্যা যখন রাখবে ঘিরে,  আসবে পরপারের ডাক। চলে যেতে হবে তখন, সবাইকে করে দিয়ে অবাক...!