সাবধান.....! এইসব বিশ্বাস করবেন না

সাবধান..!এইসব বিশ্বাস করবেন না।


কারণ -
আমরা হয়তো প্রায় সময়
ইনবক্স, ম্যাসেন্জার, ইমো, ভাইবার ও ওয়াট্সঅ্যাপ ইত্যাদিতে পরিচিত ও
অপরিচিতদের নিকট
হতে একটি ম্যাসেজ পেয়ে থাকেন।
ম্যাসেজটি নিম্নরুপঃ

"লা ইলাহা ইল্লাললাহু'মুহাম্মাদুররাসুলুল্লাহ"(সাঃ), আল্লাহু আকবার , ইয়া রাহমানু , ইত্যাদি ।

উপরের কালেমাটি  10,20,30 অথবা 40 জনকে ম্যাসেজ
করে পাঠান। অথবা,"ইয়া আল্লাহু, ইয়া রহমানু,
ইয়া রহিমু"আল্লাহর এইপবিত্র নামগুলো 10,20,30 অথবা 40 জনকে ম্যাসেজ করে পাঠান। যদি পাঠান তবে তিন
দিনের মধ্যে নিশ্চিত কোন সুসংবাদ পাবেন আর যদি অবিশ্বাস করেন তাহলে তিন দিনের মধ্যে কোন দুসংবাদষপাবেন। এ ধরণের ম্যাসেজের সাথে আমরা সবাই
পরিচিত। আগে যখনমোবাইল ছিল না, তখন এসব
কাগজে ছাপিয়ে বিলি করতে বলা হতো। মোবাইল এর ব্যবহার শুরু হবার পর থেকে ম্যাসেজ করার কথা বলা হতো। আর এখন এগুলো ফেসবুকে ইনবক্স করার কথা বলা হচ্ছে। আর একজনের দেখাদেখি আরেক জন অপর জনকে ইনবক্সে ম্যাসেজ পাঠিয়ে কথাগুলো ছড়িয়ে দিচ্ছে।
সবাইকে অনুরোধ করবো, আপনারা এ ধরনের ম্যাসেজ
পেলে তা কখনোই আরেকজনের কাছে পাঠাবেন না।
আর যদিও পাঠান তাহলে এটা লিখবেন না, যে এতদিনের
মধ্যে সুখবর পাবেন।কারণ, এগুলো হলো ঈহুদী-
নাসারাদের ষড়যন্ত্র। ঈহুদী- নাসারা-রা এ ধরনের কথা লিখে মুসলিমদের মাঝে ছড়িয়ে দেয়। এখন কোন মুসলিম যদি কালেমা বা আল্লাহর পবিত্রনাম গুলো 10,30,30, অথবা 40 জনকে পাঠালো কিন্তু  তিন দিনের মধ্যে সে যদি কোন
সুসংবাদ না পায় তবে কালেমা বা আল্লাহর নামের প্রতি তার আস্থা বিনষ্ঠ হতে পারে। সে ভাবতে পারে, হয়তো আল্লাহর নাম বা কালেমার সুসংবাদ দেয়ার কোন ক্ষমতা নেই। (নাউজুবিল্লাহ) এ ভাবে ঈহুদী-নাসারা-রা
ইসলামকে ধংস করার জন্য এবং মুসলমানদের ঈমানকে দুর্বল করার জন্য সর্বদা ফাঁদ পেতে চলেছে, তাদের
পাতা ফাঁদে ধরা দিবেন না। আল্লাহর নিকট হতে সুসংবাদ
পেতে চাইলে আল্লাহর হুকুম ও রাসুল (সাঃ) এর আদর্শ মেনে চলুন। ফরজ,ওয়াজিব, সুন্নত সঠিক ভাবে পালন
করুন। "ইনশাআল্লাহ,, সুসংবাদ পাবেন।আর আল্লাহ কখন
কিভাবে সুসংবাদ দিবে তা কেউ আগে বলতে পারবেনা।
আল্লাহ আমাদের সকলকে ইসলামেরসঠিক পথে চলার
তৌফিক দান করুক।
আমীন।


(মোঃনূরুল ইসলাম ফরিদ)


Comments

Popular posts from this blog

এমন একটা বন্ধু চাই,