জলাবদ্ধতা নিরসনে স্থানীয় পর্যায়ে জনসচেতনতার বিকল্প নাই ******************************************** মিডিয়ায় চোখ ফেললেই দেখা যায় প্রতিদিন কোন না কোন এলাকা জলাবদ্ধতায় প্লাবিত হচ্ছে। এটা প্রাকৃতিক দুর্যোগ বলে অনেকেই বলেন - এতে মানুষের হাত নেই। নি:সন্দেহে এটা প্রাকৃতিক দুর্যোগ। আমার মতে এটা হয়তো আমাদের ইচ্ছা পূরণ করতেই বিধাতা আমাদের শহর-বন্দর প্লাবিত করে নৌকার উপর ভরসা রাখার বাসনাকে পূর্ণ করেছেন। কারণ বিধাতা অনেক সময় মানুষের কায়মনোবাক্যে চাওয়াকে পূরণ করে দেন। প্রাকৃতিক দুর্যোগ বললেও বেশীভাগ ক্ষেত্রে এই দুর্যোগ সৃস্টি বা ভয়াবহ করে তুলছে জনসেবার নামধারী লোভী ও পিশাচ রাজনৈতিক নেতারা এবং তাদের চামচারা। ৯৯% ভয়াবহ জলাবদ্ধতার কারণ হচ্ছে - হাওড় ও শহর প্রতিরক্ষা বাঁধ নির্মানে দুর্নীতি, শহরগুলোতে ড্রেনেজ সিস্টেমের প্রবর্তন বা সংস্কার না করা; যদিও এসবের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রতি বছর মোটা অংকের বাজেট ঘোষণা করা হয়। কগজ পত্রে উন্নয়ন হয় কিন্ত বাস্তবে উন্নয়ন হয় না - এর সহজ ব্যাখ্যা হলো টাকাগুলো দুর্নীতিবাজ জনপ্রতিনিধি ও তাদের চক্রের পকেটে চলে যায়। অন্যদিকে ...