Posts

Showing posts from August, 2017
Image
ভায়বহ বন্যা পরিস্থিতির কারণ - সরকারী দল, বিরোধী দল ও মিডিয়ার ভারত ভীতি। *********** বাংলাদেশের বর্ত্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা সকলেই জানি। বিশেষজ্ঞদের মতে এবারের বন্যা বিগত ৬০ বছরের ভয়াবহতার রেকর্ড ভঙ্গ করেছে। আগামী ৫/৬ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই পর্যন্ত বন্যায় মৃত্যুবরণ করছেন ১০৭ জন, তন্মধ্যে ৯২ জন মৃত্যুবরণ করছেন বানের জলে ডুবে। উত্তরবঙ্গের কিছু এলাকায় লাশ দাপনের মত ভুমিও বন্যার কবল থেকে মুক্ত না থাকায় অনেকেই মৃত স্বজনদের দাফন বা সৎকার করতে পারছেন না। বিষয়টি নিজের উপর নিয়ে চিন্তা করে দেখুন কেমন লাগে? বন্যার দুটি কারণ, একটি হলো বৃস্টিপাত অন্যটি হলো উজানের ঢলের পানি। আমাদের মিডিয়াগুলোও এভাবেই প্রচার করছে। বৃস্টির পানি যতটা না এই ভয়াবহ বন্যার জন্য দায়ী তার চেয়ে হাজার গুণ দায়ী হচ্ছে উজানের পাহাড়ী ঢলের পানি। এই পাহাড়ী ঢলের পানি কোথা থেকে আসছে? আমার বিশ্বাস আমাদের দেশের সকল দলের রাজনীতিবিদ, সচেতন ব্যক্তিবর্গ, বিজ্ঞজন এবং মিডিয়া ব্যক্তিত্বরা ভালভাবেই জানেন। ভারত বাংলাদেশের সাথে ৫৪ টি নদীর সবকটি বাঁধ খুলে দিয়েছে। এবং সবকটি বাঁধ দিয়েই সোনামীর মত প্...