Please avoid the Valentine's day

Please avoid the Valentine's day


প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দয়া করে ভালোবাসা দিবসকে পরিহার করুন । 
কারণ এটা আমাদের সংস্কৃতি নয়,
যা নিয়ে আমরা আনন্দ উল্লাস করব ।
এটা হচ্ছে তাদের জন্য, যাদের জীবনে ভালোবাসা বলতে কিছুই নেই । তাদের মনে হটাৎ করে ভালোবাসা উতলিয়ে উঠে, তাও আবার একদিনের জন্য ।
যাদের মনে একদিনের জন্য ভালোবাসা উতলিয়ে উঠে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভালবাসা কি ? তা হলেই দম বন্ধ হয়ে যাবে ।
কারণ ওরা জানেনা ভালবাসা ছাড়া মানুষের জীবন মূল্য হীন ।
আমরা অনেকেই মনে করি যে ভালবাসা বলতেই একটা ছেলে একটা মেয়ের জন্য অথবা একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল হয়ে যাওয়া । আসলে এটাকেই প্রকৃত ভালাবাসা বলে না । প্রকৃত ভালবাসা হচ্ছে সৃষ্টির প্রতি স্রষ্টার ভালবাসা, স্রষ্টার প্রতি সৃষ্টির ভালবাসা, সন্তানের প্রতি মা বাবার আর মা বাবার প্রতি সন্তানের ভালবাসা, ভাই বোনের প্রতি ভাই বোনের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এবং প্রেমিক প্রেমিকার প্রকৃত ভালোবাসা ETC । যা কখনওই কমে যায় না, জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত একই রকম থাকে। তাকেই প্রকৃত ভালাবাসা বলে ।
 কিন্তু কিছু মানুষ রূপী শয়তান Valentines day তে লজ্জা সরমের মাথা খেয়ে নিজের ইজ্জত টুকু বিলিয়ে দিতে দ্বিধা বোধ করে না ।
এদের জন্যই হচ্ছে  ১৪ই ফেব্রুয়ারী, মানে বেহায়াপনা দিবস ।

                  মোঃনূরুল ইসলাম ফরিদ

Comments

Popular posts from this blog

এমন একটা বন্ধু চাই,