Posts

Showing posts from 2017
Assalamu'alaiqum wa Rahamatullahi wa barakatuhu  I just signed the petition, “World leaders: Jerusalem must remain the capital of Palestine.” I think this is important. Will you sign it too? Here’s the link: https://www.change.org/p/world-leaders-jerusalem-must-remain-the-capital-of-palestine?utm_medium=email&utm_source=petition_signer_receipt&utm_campaign=triggered&share_context=signature_receipt&recruiter=640212128

এমন একটা বন্ধু চাই,

Image
♧ এমন একটা বন্ধু চাই ♧            এমন একটা বন্ধু চাই,    যে বাসবে আমায় ভালো।      যার অন্তরে থাকবে শুধু,       ভালোবাসার আলো।   সেই আলো জ্বলবে আমার,          মনের ছোট্ট ঘরে। আলোয় আলোয় ভরিয়ে দেবে,        আমার জীবনটারে।       এম কাউকে যদি পাই,          জীবন হবে ধন্য।       আমার সকল প্রর্থনা,         শুধুই তাহার জন্য।          =~N~I~F~=   ______♥ (¯`:´¯)♥  ____♥ (¯ `•.\\|/.•´¯)♥  ____♥(¯ `•.(۞).•´¯)♥  ____♥ (_.•´/|\\`•._)♥  _______♥(_.:._)♥  ________║¯█-€€  ________║¯█€€€€  ________║¯█_€€€€  ________║¯█_€€€€€  ________║¯█€€€€€  ________€€€€€€  ______€€€€€€-  _____€€€€’¯█—  ____€€€€║¯█---  ____€€€_║¯█—  _____€€_║¯█---  _______€║¯█—  ______♥ (¯`:´...
Image
ভায়বহ বন্যা পরিস্থিতির কারণ - সরকারী দল, বিরোধী দল ও মিডিয়ার ভারত ভীতি। *********** বাংলাদেশের বর্ত্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা সকলেই জানি। বিশেষজ্ঞদের মতে এবারের বন্যা বিগত ৬০ বছরের ভয়াবহতার রেকর্ড ভঙ্গ করেছে। আগামী ৫/৬ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এই পর্যন্ত বন্যায় মৃত্যুবরণ করছেন ১০৭ জন, তন্মধ্যে ৯২ জন মৃত্যুবরণ করছেন বানের জলে ডুবে। উত্তরবঙ্গের কিছু এলাকায় লাশ দাপনের মত ভুমিও বন্যার কবল থেকে মুক্ত না থাকায় অনেকেই মৃত স্বজনদের দাফন বা সৎকার করতে পারছেন না। বিষয়টি নিজের উপর নিয়ে চিন্তা করে দেখুন কেমন লাগে? বন্যার দুটি কারণ, একটি হলো বৃস্টিপাত অন্যটি হলো উজানের ঢলের পানি। আমাদের মিডিয়াগুলোও এভাবেই প্রচার করছে। বৃস্টির পানি যতটা না এই ভয়াবহ বন্যার জন্য দায়ী তার চেয়ে হাজার গুণ দায়ী হচ্ছে উজানের পাহাড়ী ঢলের পানি। এই পাহাড়ী ঢলের পানি কোথা থেকে আসছে? আমার বিশ্বাস আমাদের দেশের সকল দলের রাজনীতিবিদ, সচেতন ব্যক্তিবর্গ, বিজ্ঞজন এবং মিডিয়া ব্যক্তিত্বরা ভালভাবেই জানেন। ভারত বাংলাদেশের সাথে ৫৪ টি নদীর সবকটি বাঁধ খুলে দিয়েছে। এবং সবকটি বাঁধ দিয়েই সোনামীর মত প্...
Image
জলাবদ্ধতা নিরসনে স্থানীয় পর্যায়ে জনসচেতনতার বিকল্প নাই ******************************************** মিডিয়ায় চোখ ফেললেই দেখা যায় প্রতিদিন কোন না কোন এলাকা জলাবদ্ধতায় প্লাবিত হচ্ছে। এটা প্রাকৃতিক দুর্যোগ বলে অনেকেই বলেন - এতে মানুষের হাত নেই। নি:সন্দেহে এটা প্রাকৃতিক দুর্যোগ। আমার মতে এটা হয়তো আমাদের ইচ্ছা পূরণ করতেই বিধাতা আমাদের শহর-বন্দর প্লাবিত করে নৌকার উপর ভরসা রাখার বাসনাকে পূর্ণ করেছেন। কারণ বিধাতা অনেক সময় মানুষের কায়মনোবাক্যে চাওয়াকে পূরণ করে দেন। প্রাকৃতিক দুর্যোগ বললেও বেশীভাগ ক্ষেত্রে এই দুর্যোগ সৃস্টি বা ভয়াবহ করে তুলছে জনসেবার নামধারী লোভী ও পিশাচ রাজনৈতিক নেতারা এবং তাদের চামচারা। ৯৯% ভয়াবহ জলাবদ্ধতার কারণ হচ্ছে - হাওড় ও শহর প্রতিরক্ষা বাঁধ নির্মানে দুর্নীতি, শহরগুলোতে ড্রেনেজ সিস্টেমের প্রবর্তন বা সংস্কার না করা; যদিও এসবের জন্য প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় প্রতি বছর মোটা অংকের বাজেট ঘোষণা করা হয়। কগজ পত্রে উন্নয়ন হয় কিন্ত বাস্তবে উন্নয়ন হয় না - এর সহজ ব্যাখ্যা হলো টাকাগুলো দুর্নীতিবাজ জনপ্রতিনিধি ও তাদের চক্রের পকেটে চলে যায়। অন্যদিকে ...

জান্নাতের গুলবাগ

Image
জান্নাতের গুলবাগ উদাস দুপুর। বড় একটা আমগাছের নিচে বসে আছে সামাদ আনমনে, ভীষণ একা। চারিদিকে নির্জন। মানুষের কোন সাড়া-শব্দ নেই। ওদের বাড়িটিও যেন মরে গেছে নিঃশব্দে। সামাদের মা রোকেয়া আজ সকালে বাবার বাড়ি গেছেন। সাথে গেছে ছোট দুই ভাই আহাদ আর আজাদ। সামাদের যমজ দু’টি বোন হাসনা-হেনা এখন স্কুলে। ওদের স্কুল ছুটি হয় ৪টায়। ওরা বাড়ি ফেরার আগেই মা নিশ্চয় ফিরে আসবেন। গতকাল সামাদের দাখিল পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এ প্লাস পেয়েছে সে। প্রথমে সে তো বিশ্বাসই করতে পারেনি। এই অনাকাক্সিক্ষত ফলাফলের সময় হতবাক হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলো নিজেই জানে না। বন্ধুদের করতালি আর মারহাবা মারহাবা ধ্বনিতে সামাদ নিজের মাঝে ফিরে আসে। সমস্ত জামেয়াজুড়ে বইছে যেন খুশির বন্যা। তারা যতজন পরীক্ষা দিয়েছে, সবাই কৃতকার্য হয়েছে। ছোট ক্লাসের ছেলেরা মিষ্টি বিতরণ করছে। ঝটপট দুটি মিষ্টি গিলে দ্রুত বাড়ি ফিরে আসে সে। মা তখন জায়নামাজে, দুই হাত তুলে দোয়া করছিলেন। ঠিক তখনই পেছন থেকে তাঁকে জড়িয়ে ধরে সামাদ সুসংবাদটা জানায়। রোকেয়া খানম ছেলের কপালে চুমু খেয়ে সিজদায় লুটিয়ে পড়েন। এই সুসংবাদে তিনি যতটা না খুশি হয়েছেন, ...

সাবধান.....! এইসব বিশ্বাস করবেন না

Image
সাবধান..! এইসব বিশ্বাস করবেন না। কারণ - আমরা হয়তো প্রায় সময় ইনবক্স, ম্যাসেন্জার, ইমো, ভাইবার ও ওয়াট্সঅ্যাপ ইত্যাদিতে পরিচিত ও অপরিচিতদের নিকট হতে একটি ম্যাসেজ পেয়ে থাকেন। ম্যাসেজটি নিম্নরুপঃ "লা ইলাহা ইল্লাললাহু' মুহাম্মাদুররাসুলুল্লাহ"(সাঃ), আল্লাহু আকবার , ইয়া রাহমানু , ইত্যাদি । উপরের কালেমাটি  10,20,30 অথবা 40 জনকে ম্যাসেজ করে পাঠান।  অথবা,"ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু"আল্লাহর  এইপবিত্র নামগুলো 10,20,30 অথবা 40 জনকে ম্যাসেজ  করে পাঠান। যদি পাঠান তবে তিন দিনের মধ্যে নিশ্চিত  কোন সুসংবাদ পাবেন আর  যদি অবিশ্বাস করেন  তাহলে তিন দিনের মধ্যে কোন দুসংবাদষ পাবেন। এ ধরণের  ম্যাসেজের সাথে আমরা সবাই পরিচিত।  আগে যখনমোবাইল ছিল না, তখন  এসব কাগজে ছাপিয়ে বিলি করতে বলা হতো।  মোবাইল  এর ব্যবহার শুরু হবার পর থেকে ম্যাসেজ  করার কথা বলা হতো। আর এখন  এগুলো ফেসবুকে ইনবক্স করার  কথা বলা হচ্ছে।  আর একজনের  দেখাদেখি আরেক জন অপর  জনকে ইনবক্সে ম্যাসেজ  পাঠিয়ে কথাগুলো ছড়িয়ে দিচ...

গোধূলি সূর্যের প্রান্তরে

Image
গোধূলি সূর্যের প্রান্তরে  মোঃনূরুল ইসলাম ফরিদ গোধূলি সূর্যের প্রান্তরে, রয়েছি একা দাঁড়িয়ে। আমার জীবনের গোধূলি ভেলা,  কখন জানি এসে যায় আমার দুয়ারে। আমার জীবনের গোধূলি ভেলা, আসবে যখন আমার দুয়ারে। সন্ধ্যা তখন নেমে আসবে,  আমার জীবন ঘিরে। সন্ধ্যা যখন রাখবে ঘিরে,  আসবে পরপারের ডাক। চলে যেতে হবে তখন, সবাইকে করে দিয়ে অবাক...!